বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনারগাঁয়ে আ.লীগের অফিসে হামলা-ভাঙচুর আহত ১০

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার গোয়ালদী খাঁনবাজার আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তাদের হামলায় ১০জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাইনউদ্দিন নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার গোয়ালদী খাঁন বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে বসে গল্প করছিল। এ সময় টিপরদী এলাকার বিএনপি নেতা বাপ্পী ও শাহজালানের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রামদা, লোহার রড, লাঠি, হকিষ্টিক নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় অফিসে থাকা লিটন মিয়া, দিলু মিয়া, শামীম মোল্লা, আলম মিয়া, তাওলাদ ও ইসমাইলসহ ১০জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ও চেয়ার, টেবিল ভাঙচুর চালায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারনে অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে তা বলতে পারিনি স্থাণীয়রা। এ ঘটনায় পৌরসভা আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মাইনউদ্দিন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, আওয়ামী লীগ অফিসে হামলার খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন