শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অবৈধ সংযোগকৃত গ্যাস লাইন বিচ্ছিন্ন

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ের ইকুরিয়া, হাজীপুর কাকরান এলাকায় এই তৃতীয়বারের মতো গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা মোস্তারী উপস্থিতিতে অবৈধ সংযোগকৃত গ্যাস লাইন বিচ্ছিন্নসহ পাইপ লাইন অপসারণ করা হয়েছে। জানা গেছে, ধামরাই ইউনিয়নের ইকুরিয়া, হাজীপুর ও কাকরান এলাকায় বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার কথা বলে একটি দালাল চক্র প্রতি বাড়ি থেকে ৪০ থেকে ৫০হাজার টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে গত বছরের প্রথম দিকেই প্রায় ৮০টি বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগও দেয়। বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড মানিকগঞ্জ বিক্রয় জোনের কর্মকর্তাদের নজরে আসলে গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমে পৌনে এক কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ গ্যাস লাইনের পাইপ অপসারণ করে। সংযোগ বিচ্ছিন্ন করার পরপরই আবারো অবৈধভাবে পাইপ বসিয়ে গ্যাস লাইন চালু করে। তাও আবার গত বছরের মে মাসের শেষে বিচ্ছিন্ন করা হয়। দ্বিতীয় বারের মতো পাইপ লাইন অপসারণ করা হলেও আবারো অবৈধ সংযোগ দেয়া হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা মোস্তারী উপস্থিত থেকে  প্রায় সোয়া কিলোমিটার গ্যাস লাইনের পাইপ অপসারণ করেন। এ সময় থানার পুলিশ ইন্সপেক্টর(অপারেশন) আবুল বাশার  ও মানিকগঞ্জ গ্যাস বিক্রয় কেন্দ্রের ম্যানেজার রতন চন্দ্র দে’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন