বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নরসিংদী বই মেলায় আলোচনা সভা

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : জমে উঠেছে নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নরসিংদী জেলা প্রশাসনের ১৪ দিনব্যাপী একুশের বই মেলা। প্রতিদিনই মেলা প্রাঙ্গণে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের ভিড় জমছে। গতকাল শুক্রবার বই মেলার সপ্তম দিনে ঢাকা থেকে আগত উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বই মেলার প্যাভেলিয়নে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী। নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জিলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কবিতার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ। প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া প্রমুখ।
ইনোভেশন সার্কেলের বার্ষিক সভা
ঢাকা বিভাগের ৭টি জেলা সমন্বয়ে গঠিত ইনোভেশন সার্কেলের এক পর্যালোচনা সভা গতকাল শুক্রবার নরসিংদী আঞ্চলিক সমবায় কেন্দ্রে অনুষ্টিত হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা সমন্বয়ে গঠিত ইনোভেশন সার্কেলে এই পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
ঢাকা বিভাগের কমিশনার মোঃ জিলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোপ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান, নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিয়া, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন হায়দার, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, গাজীপুরের ভেটেরিনারি সার্জন ড. মোঃ মুখলেছুর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন