বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আফ্রিকান সেরা মাহরেজ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রুপকথার ভেড়ায় চড়ে গেল মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নেয় লেস্টার সিটি। দলের এই অর্জনে সামনে থেকে নেতৃত্ব দেন রিয়াদ মাহরেজ। ফক্সদের হয়ে গেল মৌসুমে ১৭টি গোলের পাশাপাশি ১০টি গোলে সহায়তা করেন তিনি। তারই স্বীকৃতি স্বরুপ এবার মাহরেজ পেলেন আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের খেতাব। গ্যাবনের বরুশিয়া ডর্টমুন্ট স্ট্রাইকার পিয়েরে এমেরিক আবেমেয়াং এবং সেনেগালের লিভারপুল মিডফিল্ডার সাদিও মানেকে হারিয়ে এই খেতাব অর্জন করেন মাহরেজ।
কনফেডারেশন অব আফ্রিকান (সিএএফ) বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হন ২৫ বছর বয়সী স্ট্রাইকার মাহরেজ। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেমেয়াং ৩১৩ ও মানে পান ১৮৬ ভোট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন