মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভূমধ্যসাগরে স্থায়ীভাবে রুশ রণতরী থাকবে

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরে স্থায়ীভাবে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করেছে রাশিয়া। রুশ নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলেকজান্দার ভিতকো এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া পর্যায়ক্রমে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাবে। এ সব রণতরীতে নানা অস্ত্র থাকবে এবং এ দিয়ে অনেক ধরনের দায়িত্ব পালন করা সম্ভব হবে বলেও জানান তিনি। স্থায়ীভাবে এ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী মোতায়েন রাখার জন্য কৃষ্ণ সাগরের রুশ নৌবহর থেকে পর্যায়ক্রমে জাহাজ ভূমধ্যসাগরে পাঠানো হবে। ভূমধ্যসাগরে মোতায়েন রুশ নৌবহর সিরিয়া বিরোধী অভিযানে জড়িত রয়েছে। শব্দের চেয়ে দ্রুতগামী কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র জটিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রু অবস্থানে আঘাত হানতে পারে। এ ছাড়াও কালিবারের প্রায় দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করার সক্ষমতা আছে। রেডিও তেহরান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
kasem ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:২৮ পিএম says : 0
Good news
Total Reply(0)
Howlader Milton ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:২৮ পিএম says : 1
Fine
Total Reply(0)
Mahbub ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ৩:১১ পিএম says : 0
Thanks Rusia
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন