শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসাসেবা

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লায় দেড় শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক। গতকাল শুত্রবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের পরিচালনায় কুমিল্লা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকায় খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালে (প্রস্তাবিত) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত হেলথ ক্যাম্পে ওই চিকিৎসাসেবা দেয়া হয়।
হেলথ ক্যাম্পে ঢাকা থেকে আগত ১৪জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিদাতা সাবেক সচিব এটিএম শামছুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. একে আজাদ খান। বক্তব্য রাখেন, সমিতির মহাসচিব সাইফুউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন, খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসিম প্রমুখ। বক্তারা বলেন, এ হেলথ ক্যাম্প আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার একটি মহৎ উদ্যোগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন