বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন চলাচল শুরু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:১৯ পিএম | আপডেট : ১২:৩৬ পিএম, ৭ জানুয়ারি, ২০১৭

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : ছয় ঘণ্টা পর উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ শুরু হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সোয়া নয়টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।

ঘটনাস্থল থেকে পাকশী রেলওয়ের ব্যবস্থাপক অসীম কুমার জানান, সকাল সোয়া আটটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। নয়টার দিকে ইঞ্জিনটি তোলা হয়। লাইনটি ঠিক করার পর ট্রেন চলাচল শুরু হয়।

অসীম কুমার আরও জানান, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সংযোগস্থলে ত্রুটির কারণে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছিল।

এ ঘটনায় পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে বিভাগের চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হলেন রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসিন, বিভাগীয় প্রকৌশলী কামরুজ্জামান, আসাদুল হক ও শহিদুল ইসলাম। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন