শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইরোবির জাতীয় পার্ক থেকে দুই সিংহীর পলায়ন

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কেনিয়ার রাজধানীর ন্যাশনাল পার্ক থেকে দুটি সিংহী পালিয়ে ‘খুবই জনবসতিপূর্ণ এলাকাগুলোর’ দিকে গেছে। কেনিয়া বন্যপ্রাণী সার্ভিস (কেডব্লিউএস) গত শুক্রবার নাইরোবির জাতীয় পার্ক থেকে পালানো দুই সিংহীকে ধরতে সাহায্যের আহবান জানিয়েছে। কেডব্লিউএস মুখপাত্র পল উদোতো বলেন, সিংহ হল বিপজ্জনক বন্য প্রাণী। তাই তাদের মুখোমুখি হয়ে তাদের উত্তেজিত না করার আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কমপক্ষে দুটি সিংহী পার্ক থেকে পালিয়েছে। ১১৭ বর্গকিলোমিটার জুড়ে এ পার্ক বিস্তৃৃত। প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত সুউচ্চ সিটি সেন্টার থেকে পার্কে থাকা ষাঁড় ও গন্ডারের গর্জন শোনা যায়। নাইরোবির রাস্তায় সিংহ হেঁটে বেড়ানোর খবর এটাই প্রথম নয়। উদোতো বলেন, এটা খুবই জনবহুল এলাকা এবং এ কারণে আমরা তল্লাশি জোরদার করছি। তাদের সম্পর্কে কেউ তথ্য পেলে অবিলম্বে আমাদেরকে জানাতে পারেন। তিনি বলেন, দুই সিংহীকে শেষবারের মত নাইরোবির লংগাতা জেলায় দেখা যায়। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD.nasir ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ৪:৪১ পিএম says : 0
সউদিয়াকে বাংলাদেশ সরকার সন্য দিলে ভাল হত।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন