বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন অঙ্গরাজ্য ডাবাকে প্রথম মসজিদ

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ২৯তম অঙ্গরাজ্য আইওয়ার প্রসিদ্ধ শহর ডাবাকে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। এশিয়া এবং ইউরোপের অভিবাসীদের অর্থায়নে প্রায় ৫ লাখ মার্কিন ডলার ব্যয়ে মসজিদটি নির্মিত হয়েছে। স্থানীয় প্রশাসন মসজিদের জমি প্রদান ও মসজিদ সংলগ্ন রাস্তাটি পাকা করে দিয়েছে। তবে মসজিদ নির্মাণের অনুমতি গ্রহণ, নির্মাণ সামগ্রীর জোগান সবকিছুই হয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে। উদ্বোধনী দিনের জুমার বয়ানে ইংরেজিতে বেহেশত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরে আরবিতে খুতবা প্রদান করা হয়। আইওয়ার ইসলামি সেন্টারের পরিচালক রামি আল টিবি নামাজের ইমামতি করেন। মসজিদ নির্মাণ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মার্কিন নাগরিক এরিন উগবারান বলেন, এই আমেরিকা কোনো একক ধর্মাবলম্বীর দেশ নয়। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন