মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

২ হাজার ৮৫০ কোটি ডলার অ্যাপলের রাজস্ব

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : অ্যাপ স্টোর থেকে গত বছর রেকর্ড রাজস্ব হয়েছে অ্যাপলের। এ সময় প্রতিষ্ঠানটির রাজস্ব ছাড়িয়ে যায় ২ হাজার কোটি ডলারের মাইলফলক। এতে আইফোন বিক্রি কমলেও অ্যাপ স্টোর ব্যবসার মাধ্যমে প্রবৃদ্ধির হার গতিশীল রাখতে পারছে মার্কিন টেকজায়ান্ট। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আইফোন নির্মাতার তথ্যানুযায়ী, ২০১৬ সালে অ্যাপ স্টোর থেকে রাজস্ব এসেছে ২ হাজার ৮৫০ কোটি ডলার। এ পরিমাণ রাজস্বের মধ্যে অ্যাপল পেয়েছে প্রায় ৮৫০ কোটি ডলার। নিয়ম অনুযায়ী, অ্যাপ স্টোরে পণ্য বিক্রির ৩০ শতাংশ নেয় প্রতিষ্ঠান, বাকি অংশ যায় ডেভেলপারদের ঝুলিতে। ২০১৫ সালে অ্যাপ স্টোর থেকে ২ হাজার কোটি ডলার আয় করে অ্যাপল। এর মধ্যে ১ হাজার ৪০০ কোটির বেশি ডলার নেন ডেভেলপাররা। ফলে অ্যাপলের রাজস্ব দাঁড়ায় ৬০০ কোটি ডলার। অর্থাৎ গত বছর অ্যাপ স্টোর থেকে ২০১৫ সালের তুলনায় ৪০ শতাংশ বেশি রাজস্ব এসেছে। তবে এ বিষয়ে অ্যাপল বিস্তারিত কিছু জানায়নি। গত কয়েক বছর বিশ্বব্যাপী আইফোন বিক্রির বদৌলতেই অ্যাপ স্টোরের রাজস্ব ছিল বাড়তির দিকে। গত হিসাব বছর আইফোন বিক্রি কমেছে। এ অবস্থায় চীনে অ্যাপ বিক্রির পাশাপাশি নতুন গেমস ও সাবস্ক্রিপশন বিলিং বাড়ায় ২০১৬ সালে বাড়ে অ্যাপ স্টোরের রাজস্ব। অ্যাপল বলছে, অ্যাপ স্টোরগুলোয় চীনা সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও গত বছর দেশটিতে অ্যাপ বিক্রি বেড়েছে ৯০ শতাংশ। গত মাসে উন্মোচন হয়েছে নিনতেন্দোর নতুন গেম ‘সুপার মারিও রান’। উন্মোচনের প্রথম চারদিনে গেমটি ডাউনলোড হয় ৪ কোটির বেশি। তবে এটি বিলিংয়ের একটি অংশ। নেটফ্লিক্স ও টিন্ডারের মতো অ্যাপের সাবস্ক্রিপশন বিলিং গত বছর ৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৭০ কোটি ডলারে। ‘পোকেমন গো’ গেমটিও রাজস্ব আয়ে সহায়তা করেছে অ্যাপলকে। তবে ১ জানুয়ারি রেকর্ড বিক্রি হয়েছে অ্যাপ স্টোরে। এদিন বিক্রি হয় ২৪ কোটি ডলারের অ্যাপ। ডিসেম্বরে ছুটির মৌসুমে পণ্য বিক্রি থেকে আয় ছাড়িয়ে যায় ৩০০ কোটি ডলারের মাইলফলক। তবে অ্যাপলের সার্বিক বিক্রির একটি অংশ অ্যাপ স্টোরের আয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন