শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরেকটি হোয়াইট ওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২৮ মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সব ম্যাচ হারেনি, ওয়ানডে এবং টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ দলের মুখ রক্ষা করেছে প্রকৃতি, একমাত্র টি-২০ ম্যাচ গেছে বৃষ্টিতে ভেসে। ২০১৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের সেই বাংলাদেশ দল পরের সিরিজ থেকে অন্য এক দলে পরিনত। দ্বি-পাক্ষিক সিরিজে ১০ টেস্টে ৪ জয়ের বিপরীতে হার মাত্র ২টি, ওয়ানডেতে সেখানে ২৩ ম্যাচে ১৮টিতে জয় এবং দ্বি-পাক্ষিক টি-২০তে ৯ ম্যাচে ৪ জয়ে অন্য উচ্চতায় উঠে আসা বাংলাদেশ দলের বড় ছন্দপতন হয়েছে নিউজিল্যান্ড সফরে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এখন তিন ম্যাচের টি-২০ সিরিজেও চোখ রাঙাচ্ছে আর একটি হোয়াইট ওয়াশ। আজ মাউন্ট মুঙ্গানুইয়ে শেষ ওয়ানডে ম্যাচ হেরে গেলে আর একটি হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে মাশরাফির দলকে। দ্বি-পাক্ষিক ওয়ানডে এবং টি-২০ সিরিজ মিলে হয়ে যাবে ০-৬! দ্বি-পাক্ষিক সিরিজে নিউজিল্যান্ড সফরে অতীতে শতভাগ ব্যর্থতার সেই অপবাদটি আরো একবার পেতে হবে বাংলাদেশ দলকে। আর জিতলেই মুখরক্ষার পাশাপাশি নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম জয়ে রচিত হবে ইতিহাস। এই অসম্ভব সাধনের দিকেই তাকিয়ে তামীম ইকবালÑ ‘শেষ ম্যাচেও অবশ্যই কিছু পাওয়ার আছে। এই কন্ডিশনে এসে যে কোনো ফরম্যাটে একটা ম্যাচ জিতলে যে পরিমাণ আত্মবিশ্বাস পাওয়া যাবে, তা অন্য কোথাও পাওয়া যাবে না। তাই চেষ্টা থাকবে সুযোগ কাজে লাগানোর।’
ওয়ানডে সিরিজের মতো সম্ভাবনা দেখা দেয়া টি-২০ ম্যাচ ২টি হেরে গেছে বাংলাদেশ। সেট হয়েও টপ অর্ডাররা ফিনিশ করে আসতে পারছেন না। নিউজিল্যান্ড সফরে এই রোগটা প্রকটভাবে পড়েছে ধরা। তামীম নিজেও তাই হতাশÑ ‘আমাদের কারো পারফরম্যান্স যথেষ্ট নয়। শুরু পেয়েও ইনিংসকে বড় করতে পারিনি আমরা কেউ। আমি নিজেও ৫ ইনিংসের প্রায় প্রতিটিই ভালো শুরু করে সে সুযোগ কাজে লাগাতে পারিনি। তাই আমি ও আমরা অবশ্যই হতাশ।’ নিউজিল্যান্ড সফরে জয় ধরা দিচ্ছে না বলে তা অসম্ভব মনে করছেন না তামীমÑ ‘সব কিছু নেতিবাচক ভাবে না দেখে অন্য কিছু দেখা উচিৎ। এর আগে কখনোই নিউজিল্যান্ড সফরে আমরা জয়ের সুযোগ সৃষ্টি করতে পারিনি। এবার এখানে এসে যে সুযোগ সৃষ্টি করতে পেরেছি,এটাকে ইতিবাচকভাবে দেখা উচিত। টানা ৫ ম্যাচ টানা হেরেছি, তা ঠিক। তবে ক্রিকেটারদের পক্ষ থেকে চেষ্টার কমতি নেই। অধিনায়ক থেকে শুরু করে সব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট সবাই আমরা চেষ্টা করছি জিততে।’
বাংলাদেশ দলকে আকুণ্ঠ সমর্থন দিয়ে আসা দর্শকদের ধৈর্য ধারণের আকুতি জানিয়েছেন তামীমÑ‘সমর্থকদের হতাশ হওয়াই স্বাভাবিক। তবে খেলাটা যেহেতু ভিন্ন কন্ডিশনে, সেহেতু সবাইকে ধৈর্য ধরতে হবে। আমাদের দলের ২২ জনের মধ্যে অন্ততঃ ১০ জনই এবার প্রথম এসেছে এই কন্ডিশনে খেলতে। কন্ডিশনটা আসলেই বড় ব্যাপার। ইংল্যান্ড টেস্টের অন্যতম সেরা দল হয়েও ৪-০তে হারল ভারতে। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানেরও একই দশা।’
রানে ফেরা ৩৯ রানের ইনিংসে সৌম্যকে নিয়ে যে স্বপ্নের বীজ বুনেছিলেন টিম ম্যানেজমেন্ট, সেøায়ার ডেলিভারিতে হাফ হার্টেড শট নিতে যেয়ে ইনিংসকে বড় করতে পারেননি সৌম্য। সাব্বিরের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ৪র্থ উইকেট জুটির স্বপ্ন দেখানো ম্যাচ শেষ হয়েছে তার আউটে। ওই উইকেটের মধ্য দিয়ে তাসের ঘরের মতো শেষ ৭টি উইকেট পড়েছে মাত্র ৪৪ রানে। সে কারণেই ওই ইনিংস থেকে টনিক নিয়ে আজ সাবধানী ব্যাটিং করতে চান সৌম্য সরকারÑ ‘বাড়তি কোন কিছু ভাবিনি। মাথা ফাঁকা রেখে খেলতে নেমেছি। বল দেখে খেলেছি। এখন যা হওয়ার হবে। মাঠে নেমে বল বুঝে খেলার চেষ্টা করব।’
ইনজুরি থেকে ফিরে উপর্যুপরি ম্যাচ খেলানো হবে না বলেও মুস্তাফিজুরকে টানা ২টি টি-২০ ম্যাচে নামিয়ে দেয়ায় টনক নড়েছে টিম ম্যানেজমেন্টের। আজ টি-২০ সিরিজের শেষ ম্যাচে মুস্তাফিজুরকে বিশ্রামে রাখার কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে আজ ফিরছেন তাসকিন আহমেদ। গতকাল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ দলের অনুশীলন ছিল ঐচ্ছিক। টি-২০ স্কোয়াডের সবাই করেনি অনুশীলন। সিনিয়রদের অধিকাংশই ছিলেন বিশ্রামে। তবে তামীম, সৌম্য করেছেন অনুশীলন। টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়েও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন