বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মসজিদ নিষিদ্ধের দাবি জার্মান ভাইস চ্যান্সেলরের

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল জার্মানে কয়েকটি সালাফি মসজিদ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। বার্লিনে সন্ত্রাসী হামলার ঘটনা মসজিদের ধর্ম প্রচারকদের উস্কানিতে হয়েছে বলে অভিযোগ করেছেন স্যোসাল এই ডেমোক্রেটিক নেতা। জার্মানির বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে লরি-হামলায় ১২ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। বার্লিনে লরি চালিয়ে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি আমিস আমরির অতর্কিত হামলাকে একাকী নেকড়ের আক্রমণের শামিল বলে মন্তব্য করেন। হামলায় মার্কেটের বেশ কিছু দোকান ভেঙে পড়ে এবং আহত অনেক মানুষ রাস্তায় লুটিয়ে পড়ে। এটি একটি ইচ্ছাকৃত হামলা মনে করেছে সরকার। বার্লিনের শপিংকেন্দ্রের কাছে একটি রাস্তার কাছে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, আমিস আমরিকে ইটালির পুলিশ গুলি করে হত্যা করে। গ্যাব্রিয়েল জার্মান সাপ্তাহিক ডের স্পিজেলকে বলেন, সুন্নি ইসলামের অতি-রক্ষণশীল শাখা হচ্ছে সালাফিবাদ। সিরিয়া থেকে জার্মানে ভ্রমণকারীর অর্ধেক আইএস এবং জার্মানে অভিভাবকদের সাথে বসবাস করে। তিনি বলেন, সালাফি মসজিদ অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং সন্ত্রাসী কাজে উস্কানি বা প্রচারকদের যত তাড়াতাড়ি সম্ভব বহিষ্কার করা উচিত। যদি আমরা ইসলামীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্ব দিই তাহলে এটি একটি সাংস্কৃতিক যুদ্ধ হতে পারে। ভাইস চ্যান্সেলরের দল বর্তমানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটদের সঙ্গে জোটভুক্ত আছেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ নেয়ার অর্থ হলো সামাজিক বন্ধন জোরদার করতে হবে এবং শহরাঞ্চলে উপেক্ষিত না হয় তা নিশ্চিত করা, গ্রামগুলো ভগ্নদশার মধ্যে না পড়ে এবং জনগণ যেন আরো বিচ্ছিন্নতার দিকে ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন