শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফ্যামিলি টেক্সের শেয়ার ক্রয়ে মার্জিন সুবিধা বন্ধ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্যাটাগরি পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আগামী এক মাসে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের ১৮ মাসের জন্য পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে । এর ফলে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত উরৎবপঃরাব হড়, ঝঊঈ/ঈগজজঈউ/২০০৯-১৯৩/১৭৭ ধহফ ইঝঊঈ ঙৎফবৎ ঘড়. ঝঊঈ/ঈগজজঈউ/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭-১০-২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই ঋণ দেয়া যাবে না। অর্থাৎ ২ জানুয়ারি থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন