কর্পোরেট রিপোর্ট ঃ সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, তার দেশ জ্বালানি তেল উৎপাদন হ্রাস করবে না। রাশিয়া, ভেনিজুয়েলা, কুয়েত ও কাতারের সঙ্গে উত্পাদন হ্রাসের প্রশ্নে সমঝোতার দুদিন পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিলেন। খবর এএফপি। সম্প্রতি রিয়াদে এক সাক্ষাত্কারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেল উৎপাদনকারী অন্যান্য দেশ যদি অতিরিক্ত উৎপাদন হ্রাস করতে সম্মত হয়, তবে বাজারে তার প্রভাব পড়তে পারে। কিন্তু সৌদি আরব উত্পাদন হ্রাসের জন্য প্রস্তুত নয়। তেলের বাজারে ক্রমাগত দরপতন ঠেকাতে স¤প্রতি রাশিয়া, ভেনিজুয়েলা, কুয়েত ও কাতারের সঙ্গে উত্পাদন হ্রাসের সমঝোতায় পৌঁছায় সৌদি আরব। কাতারের উদ্যোগে আয়োজিত এ-সংক্রান্ত বৈঠকে অংশ নিয়েছিলেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী। কিন্তু দোহায় ওই সমঝোতার পর রিয়াদে ভিন্ন কথা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তেলের বিষয়টি নির্ধারিত হয় চাহিদা ও জোগানের ভিত্তিতে ও বাজার শক্তিগুলোর মিথস্ক্রিয়ায়। সৌদি রাজ্য নিজের বাজার-অংশ সুরক্ষা করবে এবং আমরা তা বলে এসেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন