শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২ ও ২১

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এই উপলক্ষে আজ ২১ ফেব্রæয়ারি একুশে টেলিভিশনের পর্দায় দর্শকবৃন্দ উপভোগ করবেন বিশেষ আবৃত্তির অনুষ্ঠান ‘৫২ ও ২১’। বাংলার সংস্কৃতি ইতিহাসে কবিতার অবস্থান অন্যতম। সমাজ পরিবর্তন ছাড়াও নিজ অধিকার আদায়ের অনুভ‚তি প্রকাশের জন্য কবিতা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। মানুষের আবেগ-অনুভূতি প্রকাশে মাতৃভাষার কোন বিকল্প নেই। তাই, এই ভাষা নিয়ে আমাদের দেশের অনেক গুণী ভাষাবিদ, সাহিত্যিক ও লেখক রচনা করেছেন অগনিত কবিতা। তাদের সেই লেখার ভাÐার থেকে একুশে টেলিভিশনের বিশেষ আবৃত্তির অনুষ্ঠান ‘৫২ ও ২১’। তিনটি আবৃত্তি দলের সমবেত পরিবেশনায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি। রিয়াজুম মুনির শৈবালের প্রযোজনায় আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন