বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ঘুষ গ্রহণকালে ভূমি সার্ভেয়ার হাতেনাতে আটক

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ায় ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় সদর উপজেলা ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকাল সাড়ে তিনটায় শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিক’র শো-রুম থেকে তাকে আটক করা হয়।
দুদক কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুদক কুষ্টিয়া অফিসের উপ-পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে একটি টিম শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুমে অভিযান চালায়। তখন ঐ দোকানের ভিতর জমির কাগজপত্র ঠিক করার নামে মাহফুজুর রহমান এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা নিচ্ছিল। দুদক টিম এসময় ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে আটক করে। তিনি জানান, ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে কুষ্টিয়া মডেল থানায় সোর্পদ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন