বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আমলার দিনে উজ্জ্বল ডুমিনিও

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টানা ১০ ইনিংস নামের পাশে কোন পঞ্চাশোর্ধো ইনিংস নেই। যে কারণে ক্যারিয়ারের টেস্ট গড়টাও নেমে গেছে পঞ্চাশের নীচে। এই পরিসংখ্যান নিয়েই গতকাল জোহানসবার্গে নিজের শততম টেস্ট খেলতে নামেন হাশিম আমলা। নেমে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি। এমন দিনে উপযুক্ত সঙ্গী হিসাবে পেলেন জেপি ডুমিনিকে। শতক পেয়েছেন তিনিও। আর দুজনের রেকর্ড ২৯২ রানের জুটিতে পুড়ে ছারখার হল শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৩৮ রান।
আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচটি পরিচিতি পায় আমলার ম্যাচ নামে। দক্ষিণ আফ্রিকার অষ্টম খেলোয়াড় হিসেবে একশ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন আমলা। যখন এই ৩৩ বছর বষয়ী ডানহাতি মাঠে নামেন দলীয় ৪৫ রানে তখন প্রথম ব্যাটসম্যন হিসেবে ফিরছেন স্টিফেন কুক (১০)। পরের ওভারেই একই রানে দাড়িয়ে ফিরতে দেখলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডেন এলগারকেও। এরপরই সেই আমলা-ডুমিনির সেই ২৯২ রানের জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে যে কোন উইকেটে যা তাদের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ক্যালিস ও পিটারসেনের (২০৫)। ডুমিনি যখন লাহিরু কুমারার বলে কুসল মেন্ডিসের হাতে ধরা পড়েন দিনের খেলা তখন বাকি মাত্র ৮ বল। এর আগে এলগারের উইকেটটিও নেন কুমারা। ক্যারিয়ারের ষষ্ঠ শতকের পথে ২২১ বলে ১৯ চারে ১৫৫ রান করেন ডুমিনি। সমান সংখ্যক বলে ১৬টি চারে ১২৫ রান নিয়ে এখনো অপরাজিত আমলা।
ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল
চট্টগ্রাম ব্যুরো : ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লীগে কালারপোল ক্রীড়া সংস্থা ও দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র স্ব স্ব খেলায় জয়লাভ করেছে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কালারপোল ক্রীড়া সংস্থা টাইব্রেকারে ৪-৩ গোলে ডায়নামিক ফুটবল একাডেমীকে হারায়। নির্ধারিত সময়ে এ ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র ও চিটাগাং সিটি ইউনাইটেড ক্লাবের মধ্যেকার দিনের অপর ম্যাচটিও টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে। এতে দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র ৩-২ গোলে জয়লাভ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন