শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালি আসর

গুচ্ছ ছড়া

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইদ্রিস সরকার

শীতের পাখি

আসছে উড়ে শীতের পাখি
নীল আকাশে মেলে আঁখি
মিষ্টি হাওয়ার হেলে-দুলে
তাল মিলিয়ে ছন্দ তুলে।

ইলিক-ঝিলিক ঘুরে ঘুরে
মধুর গানে সুরে।
হাওর-বাঁওড় শাপলাঝিলে
সাগর নদী খালে-বিলে।

অতিথি পাখি আসছে উড়ে
নিজ আবাসের অনেক দূরে
আউলাকেশে পাগল বেশে
বাঁচার আশায় বাংলাদেশে।

পাখপাখালী আলো চাঁদের
সবাই এসো বাঁচাই ওদের
প্রকৃতির এই হৃদয় বাঁকে
মায়া ভরা ছবি আঁকে।

সবুজ বিপ্লব

বাঁচতে হলে ভাইবোনেরা
সবুজ গেরাম গড়ো
ঘরের পাশে রাস্তাঘাটে
গাছ লাগিয়ে ভরো।

বৃক্ষই সবার জীবন-মরণ
নেই তো গুণের শেষ
খাদ্য ওষুধ অম্লজান দেয়
বাঁচায় মানুষ দেশ।

তাই তো এসো দেশটাজুড়ে
সবুজ বিপ্লব গড়ি
পুকুর পাড়ে নদীর ধারে
গাছ লাগিয়ে ভরি।

তবেই হবে খাঁটি এদেশ
ফুল ফসলে ভরা
থাকবে না আর কষ্ট জ্বালা
দুঃখ ব্যাধি জ্বরা।

তিতাস তারই নাম

এই সে নদী জনম জনম
চলছে লালন করে
মায়ের সোহাগ দিয়ে যেন
রাখছে বুকে ধরে।
পানিও পলি মাটি দিয়ে
মাঠের ফসল গড়ে
সোনালি পাট ধান কাউনে
কিষাণ গোলা ভরে।
এই সে নদী শান্ত সুন্দর
যতন করে চলে
ঝড়বাদলে নীরব থেকে
রূপার মতোই জ্বলে।
এই নদীটির দু’কূল ঘেঁষে
আমার শ্যামল গ্রাম
অঢেল সোনা রতেœ ভরা
তিতাস তার-ই নাম।


হুমায়ুন আবিদ
শীত

শীত এসেছে চুপিচুপি
হিমশীতল পায়ে
শীতের জ্বরে কাঁঁপছে সবাই
লেপ কাথা গায়ে।
শীত এসেছে বস্তি ঘরে
ভাঙ্গা চালা দিয়ে
শীতের ছোঁয়ায় বস্তিবাসী
কাঁঁদছে শিশু নিয়ে।
শীত এসেছে পল্লী গাঁয়ে
শিশির ভেজা ঘাসে
শীত প্রকোপে ভুগছে সবাই
ঠা-া সর্দি কাশে।
শীত এসেছে বছর ঘুরে
গরিব দুঃখীর শিরে
শীত আসেনি দালানকোঠায়
ভদ্র লোকের নীড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন