শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবারো নাটকে জুটিবদ্ধ হলেন সুমাইয়া শিমু ও নাঈম

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও নাঈম। সম্প্রতি নাট্যকার ও নির্মাতা শিখর শাহনিয়াত সুমাইয়া শিমু ও নাঈমকে একসঙ্গে নিয়ে একটি ভিন্ন ধরনের গল্পের নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘আর তারার গল্প’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন শিখর শাহনিয়াত নিজেই। গত সপ্তাহে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তারার ভূমিকায় অভিনয় করছেন সুমাইয়া শিমু। নাটকে একজন সংগ্রামী অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছেন শিমু এবং নাঈম অভিনয় করেছেন একজন ফটোগ্রাফারের চরিত্রে। সুমাইয়া শিমু বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ। কাজটি করতে অনেক ভালো লেগেছে। নাঈম এই সময়ে অভিনয়ে খুব ভালো করছে। অনেকের মাঝে সে বেশ এগিয়ে এসেছে। এটা আমাদের নাটকের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো একটি বিষয়।’ নাঈম বলেন, ‘শিমু আপু সম্পর্কে আমি বলার মতো কেউ হতে পারিনি। তবে এটুকু বলবো তিনি একজন শিক্ষিত, জ্ঞানী, মার্জিত এবং রুচিশীর অভিনেত্রী। যে মানুষগুলোর কারণে আমাদের নাট্যাঙ্গনে ভালো কিছু নাটক সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে শিমু আপুও একজন। তিনি আমাকে অত্যন্ত ¯েœহ করেন বলেই তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ পরিচালক শিখর শাহনিয়াত জানান, শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। এদিকে শিমু ও নাঈম প্রথম একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেন। এরপর আরো বেশ ক’টি একক নাটকেও অভিনয় করেন। শিমু গত ১৫ ফেব্রæয়ারি থেকে অ¤øান বিশ্বাসের নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘শূন্যতা’র কাজ শুরু করেছেন। পাশাপাশি এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক ‘লেকড্রাইভ লেন’। অন্যদিকে নাঈম অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘সহযাত্রী’ ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সবন্দী’ দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন