শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারই একমাত্র ভরসা

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : ডাক্তার সংকটের কারণে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তহমিনা পারভীনই যেন উপজেলার তিন লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হলেও প্রয়োজনীয় জনবল ও আনুসঙ্গিক সুযোগ-সুবিধা কার্যকর হয় না দীর্ঘদিনেও। নামমাত্র কয়েকজন ডাক্তার থাকলেও তারা ইচ্ছামতো আসা-যাওয়া করেন। বেশিরভাগ সময়ই তারা রোগী দেখেন স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরে প্রাইভেট ক্লিনিকে। অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজ-কলমে মঞ্জুরকৃত ১০ জন ডাক্তারের পদ থাকলেও রয়েছে ৪ জন। জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) জুনিয়র কনসালটেন্ট (গাইনী) জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জনসহ ৬টি পদে কোন ডাক্তার নেই। অথচ দুজন ডাক্তারকে প্রেষণে অন্যত্র পাঠানো হয়েছে। তারা হলেন (ডাক্তার সৈয়দা শারমিন আরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার হারুন অর রশিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অপরদিকে ডাঃ বিপ্লব কুমার সাহা ২০১১ সালের ১২ মে থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন। সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে ৪নং কক্ষের সামনে ২৫/৩০ জন রোগীর লম্বা লাইন। ওই রুমে রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তহমিনা পারভীন। আর ডাক্তারদের ৫, ৮, ১২নং রুমসহ কয়েকটি রুম তালাবদ্ধ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন নাহার নিজ রুমেই আছেন, জরুরি বিভাগে রোগী দেখছেন। এ ছাড়া ডাক্তারদের সবকটি রুমই তালাবদ্ধ। ডাঃ ফাতেমা মাহজাবীন নিজ রুম ছেড়ে দাঁড়িয়ে ছিলেন ওষুধ বিতরণ রুমে। এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এম্বুলেন্স এবং একমাত্র এক্সরে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন। অফিস টাইমে ডাক্তারদের সাথে সাক্ষাতের অপেক্ষায় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ভিড় করেন। উপস্থিত রোগী শরিফুল ইসলাম, রাজিয়া সুলতানাসহ কয়েকজনে জানান, এ হাসপাতালে এখন রোগী দেখার ডাক্তার একজন। তিনি তহমিনা আপা। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তহমিনা পারভীন এর উপর ভর করে চলছে তিন লাখ মানুষের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা। এসব বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন নাহার এর ফোনে কয়েকবার চেষ্টা করে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন