শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ : ৬ বাড়ি ভাঙচুর

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত এবং ৬টি বসবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাগাঙ্গাসী গ্রামের হাসু ও জহুরুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের হাসু মিয়ার সাথে জহুরুল ইসলামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে হাসু গ্রুপের লোকজন জহুরুল গ্রুপের কয়েকজনকে মারপিট করে। এই ঘটনার সূত্র ধরে শনিবার সকালে পুনরায় হাসু গ্রুপের লোকজন জহুরুল গ্রুপের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এ সময় হাসু গ্রুপের লোকজন জহুরুল গ্রুপের লোকজনের ৬টি বাড়ি ভাঙচুর করে। এ সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে সোনাউল্লাহ, মকবুল হোসেন ও সাইফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ইকবাল, আবুল কালাম, রফিকুল ইসলাম ও নুর মোহাম্মদকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যদের উল্লাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আর যাতে সংঘর্ষ না হয় এ কারণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন