শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মগবাজার এক্সচেঞ্জের তিন হাজার টেলিফোন নাম্বার বদলে গেল ৮ ডিজিটে

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় তিন হাজার টেলিফোন নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গতকাল (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৩৪৯২৪৭ থেকে ৯৩৪৯৯৯৯; ৯৩৫০০০০ থেকে ৯৩৫০৯৫৬; ৯৩৫৪১৯২ থেকে ৯৩৫৪৪৪৬; ৯৩৫৬৯৯৭ থেকে ৯৩৫৭২৫১ এবং ৯৩৫৭৫০৭ থেকে ৯৩৫৮২৭১ পর্যন্ত মোট দুই হাজার ৯৮১টি নম্বরে এই পরিবর্তন আসছে। ‘কারিগরি ত্রæটির কারণে’ এসব নম্বর সাময়িকভাবে বন্ধ রয়েছে জানিয়ে বিটিসিএল বলেছে, শিগগিরই নম্বরগুলো আবার চালু হবে এবং নতুন নম্বর হবে আট ডিজিটের। এসব নম্বরের শুরুতে ৪ যুক্ত করে নিলেই পাওয়া যাবে নতুন নম্বর। অন্য সব ডিজিট অপরিবর্তিত থাকবে। যেমন এতদিন যে ফোনের নম্বর ছিল ৯৩৪৯৯৯৯, সেটির নতুন নম্বর হবে ৪৯৩৪৯৯৯৯। আগের ৯৩৫০০০০ টেলিফোনের নতুন নম্বর হবে ৪৯৩৫০০০০। আগে যে নম্বর ছিল ৯৩৫৪৪৪৬, বদলে যাওয়ার পর তা হবে ৪৯৩৫৪৪৪৬। কবে থেকে এই পরিবর্তন কার্যকর হবে তা গ্রাহকদের জানিয়ে দেবে বিটিসিএল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন