বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধর্মঘটে বেনাপোল বন্দরে অচলাবস্থা

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ৫:৪৭ পিএম

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ডাকা পরিবহন ধর্মঘটের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আজ সোমবার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বেনাপোল বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে।

এদিকে, ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে প্রায় ৩ শতাধিক ট্রাক আমদানি পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও জরুরি অক্সিজেন ও পচনশীল বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। দ্রুত সমাধান না হলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্ম‍ুখীন হবেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমীর আহম্মেদ জানান, পরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারত থেকে আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন