শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলা অভিযোগ গঠন বৃহস্পতিবার

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বহুল আলোচিত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। গতকাল (সোমবার) মামলাটির অভিযোগ গঠনের শুনানির সময় নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে যায়। এরপর চট্টগ্রাম বিভাগীয় দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী পরবর্তী সময় নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২২ ফেব্রæয়ারি চাঞ্চল্যকর এই মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন মহানগর হাকিম আদালত। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত করে পাঠানো হয় মহানগর দায়রা জজ আদালতে। গত বছরের নভেম্বরে মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রæত বিচার ট্রাইব্যুনালে পাঠান চট্টগ্রাম মহানগর দায়রা জজ।
২০০৩ সালের ২৪ জুলাই রাতে নগরীর চকবাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চান্দগাঁও আবসিক এলাকার বাসায় ফেরার পথে জামাল উদ্দিন অপহৃত হন। পরে তার কঙ্কাল উদ্ধার করা হয় ফটিকছড়ির কাঞ্চনরগর ইউনিয়নের ফকিরের টিলা থেকে। এ ঘটনায় অপহরণের দিনই নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন জামাল উদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন