শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশের ২৮৮ সদস্য

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ২৮৮ সদস্যকে ‘আইজিপি ব্যাজ’  দেয়া হচ্ছে। ছয়টি বিশেষ ক্যাটাগরিতে এ ব্যাজ ঊর্ধ্বতন কর্মকর্তারাও পাচ্ছেন।
গতকাল সোমবার পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ ঘোষণা দেয়া হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে। এমন কর্মকা-ের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ ব্যাজ দেয়া হয়। যার ব্যতিক্রম এবারও হয়নি।
পুলিশ কর্মকর্তারা বলেন, মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা করা হয়। তালিকা অনুযায়ী ২৮৮ জনকে আইজিপি ব্যাজে মনোনীত করা হয়েছে। বিপিএম ও পিপিএম’র পর এ পদক পুলিশের জন্য বেশ সম্মানজনক।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে এ ব্যাজ দেয়া হচ্ছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৫৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১০১, ‘সি’ ক্যাটাগরিতে ৪৭, ‘ডি’ ক্যাটাগরিতে ৩৩, ‘ই’ ক্যাটাগরিতে ৩৬ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ১৮ জন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন