শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতকে যোগ্য জবাব দেয়ার নির্দেশ পাক সেনাপ্রধানের

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সব কর্মকর্তা ও জওয়ানকে তৈরি থাকতে হবে। এক নির্দেশনায় তিনি বলেন, কোনো ধরনের হামলা হলে তার দেশ যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে। আর এর মধ্য দিয়ে নাম উল্লেখ না করে ভারতকে আবারো পাকিস্তান হুমকি দিয়েছে বলে মনে করা হচ্ছে। খবরে বলা হয়, মুলতান গ্যারিসনে পাক কমান্ডো বাহিনীর স্ট্রাইক কোর পরিদর্শনে গিয়ে গত মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান বলেন, সেনা প্রধান যেরকম হয়, সেনাবাহিনীও সেরকম হয়ে থাকে। তিনি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের বাহিনী যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি একে রণপ্রস্তুতির ক্ষেত্রে মূল্যবান অর্জন হিসেবে অভিহিত করেন। এর পাশাপাশি প্রচলিত যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাদের প্রস্তুতির প্রশংসাও করেন। উল্লেখ্য, গত কয়েকদিনে ভারতকে একাধিকবার হুমকি দিয়েছে পাকিস্তান, যদিও এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি ভারতÑ এমনটাই দাবি দেশটির মিডিয়ার। কারণ, যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় ভারত সব সময় প্রস্তুত রয়েছে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। ডন, ইনডিয়া টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন