মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বিনোদন প্রতিদিন

শাবনাজ ও নাইমের সুখের ছবি

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রায় দুই যুগ আগে এহতেশাম পরিচালিত চাঁদনী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে শাবনাজও নাইম জুটির। প্রথম চলচ্চিত্রেই এ জুটি বাজিমাত করেন। দর্শক মনে ঠাঁই করে নেন। তারপর একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন এ জুটি। পরবর্তীতে তারা বাস্তব জীবনেও জুটি গড়েন। বিয়ে করেন। বিয়ে করেই চলচ্চিত্রকে গুডবাই জানান এবং সুখের সংসার গড়ে তোলেন। নাইম ব্যবসা শুরু করেন। শাবনাজ ঘর-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাঝে মাঝে চলচ্চিত্রের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে দেখা গেলেও ক্যামেরা এড়িয়ে চলেন। প্রায় ১৭ বছর মিডিয়া থেকে আড়ালে থাকার পর গত বছর তারা তাদের অভিনীত চাঁদনী সিনেমাটি রিমেক করার ঘোষণা দেন। নাইম নিজেই এটি পরিচালনা করবেন। এজন্য নতুন মুখের সন্ধানও করছেন। মনের মতো জুটি পেয়ে গেলেই কাজ শুরু করবেন। এ কাজ অনেকটা নীরবেই চলছে। এদিকে শাবনাজ ও নাইম ক্যামেরার সামনে না এলেও ফেসবুকে তাদের যুগল ছবি দেখা যায়। তারা যে সুখে আছেন, এ ছবি তারই প্রতিচ্ছবি হয়ে ধরা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন