স্টাফ রিপোর্টার : রাজধানীতে ট্রেন ও বাস দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এরা হলেন, মিলনা আক্তার (৩৫) এবং হাজী আব্দুস সাত্তার (৬০)। ময়না তদন্তর জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, গতকাল রোববার সকালে খিলক্ষেত রেল ক্রসিংয়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি ট্রেনের ধাক্কায় মিলনা আক্তার নামে এক নারী আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মিলনা নেত্রকোনা কলমাকান্দা উপজেলার খয়রুল মিয়ার স্ত্রী।
উভয় ঘটনায় পৃথক পৃথক থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন