শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পেসারদের উজ্জীবিত করছেন ওয়ালশ

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:৪৪ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

বিশেষ সংবাদদাতা : বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে ৫শ’ উইকেটের মালিকানা পেয়েছেন ক্যারিবিয়ান লিজেন্ডারি কোর্টনি ওয়ালশ। ১৩২ টেস্টে ৫১৯ উইকেট শিকারি এই পেস বোলার ভারত সফরে দারুণ সফল। ভারতের সেøা উইকেটে যেখানে পেস বোলারদেও করণীয় তেমন কিছুই থাকার কথা নয়, সেখানে ভারত সফওে ৭ টেস্টে ৪৩ উইকেটে নিজেকে অন্যভাবেই মেলে ধরেছেন কোটর্নি ওয়ালশ। বাংলাদেশ দলের বোলিং কোচ হয়ে এই প্রথম ভারত সফরে ওয়ালশ আছেন বলেই তার শিষ্যরা পাচ্ছেন ভরসা। হায়দারাবাদের উইকেটে গতকাল পর্যন্ত দেখা গেছে সবুজ ঘাস। এমন উইকেট দেখে একটু বেশিই মনোঃপুত হয়েছে ওয়ালশের ‘উইকেটে এখন যে ঘাস দেখছি, তাতে একপেশে ব্যাটিং উইকেট ভাবা ঠিক হবে না। এখানে পেস বোলারদেরও করণীয় অনেক কিছুই আছে।’
ভারত সফরের চ্যালেঞ্জ নিয়ে ভারতের ২০ উইকেট তুলে নিতে করেছেন ছক ওয়ালশ ‘২০ উইকেট নিতে হবে। তাই বোলারদের কাজটা কঠিন। সেই কঠিন কাজটিই এখন শেখাচ্ছি।’ উইকেট নিয়ে তেমন কিছু না ভেবে নিজেদেও কাজের দিকেই মনোযোগী বাংলাদেশ পেসাররা, গতকাল হায়দারাবাদে অনুশীলন শেষে সে কথাই বলেছেন তাসকিন আহমেদÑ ‘নিউজিল্যান্ডের পিচের যেখানে লেন্থ ডেলিভারির বলগুলো একটু উচ্চতা নিয়ে কিপারের কাছে যেতো, এখানকার উইকেট সেøা হওয়ায় তা হবে না। উইকেট ফ্লাট না বাউন্সি হবে, তা নিয়ে না ভেবে বরং আমরা ভিন্ন ভিন্ন উইকেটে কিভাবে বল করতে পারি, সে দিকে মনোযোগ দিচ্ছি। সেভাবেই অনুশীলনে নিজেদের প্রস্তুত করছি। প্র্যাকটিস ম্যাচ খেলে এখানকার উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব।’
হায়দারাবাদ টেস্টে বোলিং বৈচিত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার ফর্মূলা শিখছেন তাসকিনÑ ‘এখানকার উইকেট সাধারণতঃ ফ্ল্যাট হয়ে থাকে, ব্যাটিংয়ের জন্য এই ধরনের উইকেট দারুণ। উইকেটে কিছু টার্নও থাকে। তাই পেস বোলারদের লেন্থ এবং লাইনের বল করতে সজাগ থাকা দরকার। আমাদের দরকার বৈচিত্রপূর্ণ বোলিং। আমরাও সুইং এবং রিভার্স সুইং শিখছি, আশা করছি ম্যাচে তা প্রয়োগ করতে পারব।’
গতিটাই তার প্রধান সম্বল। অথচ বোলিং অ্যাকশন সংশোধন করে আগের গতিতে বল করতে পারছেন না তাসকিন। হায়দারাবাদ টেস্টে অতীতের তাসকিন হতে চান হাজিরÑ ‘নিউজিল্যান্ডে যে গতিতে বল করেছি, তার চেয়ে বেশি গতিতে বল করতে পারি। আমি যেভাবে কষ্ট করছি, তাতে আমি আত্মবিশ্বাসী।’ ওয়ালশ আছেন বলেই গতিতে বোলিংয়ে পাচ্ছেন প্রেরণাÑ ‘তিনি একজন লিজেন্ডারি বোলার, তাই তার কাছ থেকে যতো বেশি শিখতে পারি, ততোই মঙ্গল। তিনি আমাকে যা বলেন, রাব্বীকে তা বলেন না। কারণ, আমরা ২ জন আলাদা বৈশিষ্ট্যের বোলার। একজন সুইং করান, সেখানে আমি গতিতে বল করতে পছন্দ করি।’
গত বছর টি-২০ বিশ্বকাপ চলাকালে ত্রæটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য হয়েছিলেন নিষিদ্ধ। ব্রিসবেনে বায়ো মেকানিক্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরেছেন তাসকিন ভালভাবেই। এখন আর তার বোলিংয়ে ত্রæটি ধরার কোন সুযোগ নেই, গতকাল ভারত মিডিয়াকে তা মনে করিয়ে দিয়েছেনÑ ‘কোটর্নী ওয়ালশ বলেছেন, আমার সব কিছু ঠিক ঠাক আছে। ব্রিসবেনে যখন পরীক্ষা দিয়েছি, তখন হাতের কনুই সর্বোচ্চ ৭ ডিগ্রি পর্যন্ত ভেঙেছে। গড়পড়তা ৩ ডিগ্রির মধ্যে থাকছে এখন। তাই আমি আশাবাদি।’
হায়দারাবাদ সফরের দলে নেই মুস্তাফিজ। ইনজুরি কাটিয়ে লম্বা স্পেলে বোলিং করতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে বাঁ হাতি কাটার মাস্টারকে রেখে এসেছে বাংলাদেশ দল। তার অভাবটা তীব্রভাবে অনুভুত হচ্ছে তাসকিনেরÑ ‘জাতীয় দলে তো এখন অনেক পেস বোলার আসতেছে! সবাই খুব সম্ভাবনাময়ী। কারও সামর্থ্য সম্পর্কে কোনো সন্দেহ নেই। তবে, এটা অবশ্যই সত্য যে, মুস্তাফিজকে আমরা এখানে এসে তাকে মিস করছি। মুস্তাফিজ হচ্ছে বিশ্ব সেরা পেস বোলার। সে কেবল যে কোনো ম্যাচের পরিস্থিতি পাল্টে দেয়ার ক্ষমতা রাখেন। তবে দুর্ভাগ্য আমাদের। টেস্ট খেলার মত পুরোপুরি ফিট নন তিনি। আশা করছি সে দ্রæত ফিরে আসবে এবং একসাথে আমরা আবার বোলিং করতে পারবো।’
ভারতের মাটিতে টেস্ট খেলার আতিথ্য পেয়ে ভারতের বিপক্ষে সেরা পারফরমেন্স প্রদর্শনে উদগ্রীব তাসকিন। কামরুল ইসলাম রাব্বী, শুভাশিষের মতো তাসকিনও তাকিয়ে সময়ের সেরা ব্যাটিং সেনশেসন বিরাট কোহলীর উইকেটের দিকে। গতকাল অনুশীলন শেষে এই ইচ্ছের কথাই জানিয়েছেন তাসকিনÑ ‘ভারত সেরা দল, এ নিয়ে কারো সন্দেহ নেই। তবে আমরা যে ভাল খেলতে পারি, তা দেখানোর বড় সুযোগ এটা। নিউজিল্যান্ডের উইকেটের চেয়ে এটি পুরোপুরি আলাদা বৈশিষ্ঠ্যের উইকেট। ভারতের সঙ্গে তাদের মাটিতে খেলার অনুভুতি দারুণ, তবে এ নিয়ে খুব বেশি ভেবে লাভ নেই। যদি বিরাট কোহলীর উইকেট পাই, তা হবে অন্য এক অনুভুতি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মো: বায়েজীদ হাসান তাজিম ৩ আগস্ট, ২০২০, ৮:৫৮ পিএম says : 0
আসালামুআলাইকুম, আমার নাম তাজিম। আমার বয়স ১৭ বসর। আমি পেস বোলিং এ ১৪০ কি.মি. গতি তুলতে পারি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন