মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজ থেকে ২ দিনের অনুশীলন ম্যাচ প্রতিপক্ষ ভারত ‘এ’

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হায়দারাবাদে অনুষ্ঠেয় একমাত্র টেস্টকে সামনে রেখে ২দিনের একটি অনুশীলন ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। গত ২ ফেব্রæয়ারি হায়দারাবাদ পৌছে গত ২ দিনের অনুশীলনের পর আজ থেকে ২ অনুষ্ঠেয় ২ দিনের অনুশীলন ম্যাচে বাংলাদেশ দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ভারত ‘এ’ দলকে। যে দলে আছেন তিন টেস্ট ক্রিকেটার, জয়ন্ত যাদব, হারদিক পান্ডিয়া এবং অভিনব মুকুন্দ। দলটিতে আছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সেরা ২ পারফরমার রিশবান্ত পান্থ ও ঈষান কিষান। ২দিনের এই প্রস্তুতি ম্যাচে অপরিহার্যদের বাইরে রেখে খেলবে বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে ওঠা ইমরুল কায়েস এবং মুশফিকুরকে বিশ্রামে রাখা হতে পারে, এমন আভাসই পাওয়া গেছে। এই অনুশীলন ম্যাচে খেলার জন্য স্কোয়াডের বাইরে থেকে পেস বোলার আবু জায়েদ রাহিকে ঢাকা থেকে উড়িয়ে নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এই প্রস্তুতি ম্যাচে খেলে হায়দারাবাদেও কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার দিকে মনোনিবেশ করছে বাংলাদেশ দল। ইনজুরি থেকে ফেরা শফিউলের টেস্টে ফেরার বড় মঞ্চ এই অনুশীলন ম্যাচ। বিসিএসলে ডাবল সেঞ্চুরিতে টেস্ট দলে ফেরা লিটন দাসের ব্যাটিংটাও পরখ করে দেখার সুযোগ এই অনুশীলন ম্যাচে। ভারতের মাটিতে বাঁ হাতি স্পিনার তাইজুলের কার্যকরিতাও পরখ করে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ২ দিনের এই ম্যাচে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন