শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দৈনিক সমকালের শাহাজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকারীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জ প্রেসক্লাবে দৈনিক সমকালের শাহাজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকরা হাতে হাত ধরে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা, ডেইলী এশিয়ান এজের গোপালগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মানিক ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম খান শাহনেওয়াজসহ আরো অনেকে বক্তব্য রাখেন ।
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদাতা জানান, দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ শিমুলের হত্যাকারীদের বিচার সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে বানারীপাড়ায় মানববন্ধন করেছে সমকাল সুহৃদ সমাবেশ ও প্রেসক্লাবসহ সুধীজন। বানারীপাড়া শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার সকাল ১০টায়  উপজেলা সমকাল প্রতিনিধি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার, এস মিজানুল ইসলাম, সাংবাদিক কাওসার হোসেন, প্রেসক্লাব আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, যুগ্ম আহ্বাযক ও কাউন্সিলর আকবর হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন মনির, যুবলীগ নেতা কায়েস লস্কর, মনির মল্লিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সরকারের কাছে সাংবাদিক শিমুল হত্যার সুষ্ঠু বিচার  এবং দেশের সাংবাদিকদের সুরক্ষা দেয়ার দাবি জানান।
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সকালে বেতাগীতে সাপ্তাহিক বিষখালী কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা বেগম, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক জাকির হোসাইন, পৌর আ.লীগের সভাপতি বাবুল আক্তার, সংগঠনের উপদেষ্টা সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. মহসিন খান ও উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মো. শামীম সিকদার প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, শাহাজাদপুরের সমকাল প্রতিনিধি আঃ হাকিম শিমুল হত্যার প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে কাউখালী প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের যৌথভাবে ওই মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিক জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় ওই দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আলী হোসেন তালুকদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট শেখর চন্দ্র দে, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাবেক ছাত্রনেতা পলাশ সিকদার, সাংবাদিক রবিউল হাসান রবিন, রিয়াদ মাহমুদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এনামুল হক, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, হাফেজ মাসুম বিল্লাহ, সৈয়দ বশির, হাফিজুর রহমান, সাইফুল্লাহ মনির, মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কাউখালী উপজেলার সুহৃদ সমাবেশের সভাপতি আঃ লতিফ খসরু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন