শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

প্রাণ পিনাট বার ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার প্রদান

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ পিনাট বার আয়োজিত ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। গতকাল রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন। পুরস্কারের মধ্যে ছিল হীরার আংটি, হীরার কানের দুল, হাতঘড়ি, ছবির ফ্রেম, সঙ্গীসহ সিনেমা দেখার টিকিট।
প্রাণ পিনাট বার আয়োজিত ‘হোয়াট্টা কাপল’ ক্যাম্পেইন চলে ফেব্রæয়ারির ১ থেকে ৭ তারিখ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রাণ পিনাটবারের ফেসবুক পেজে যুগলদের আপলোড করা প্রায় পাঁচ হাজার ছবি থেকে ৩০টি ছবি নির্বাচন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল এবং সহকারী ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন