কর্পোরেট ডেস্ক : বছরের প্রথম মাসেই বিশ্ববাজারে চিনির দাম বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে পণ্যটির দর বেড়েছে প্রায় ১০ শতাংশ। জাতিসংঘের অঙ্গসংস্থা খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২ জানুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয় ব্রাজিল, ভারত ও থাইল্যান্ডে চিনি উৎপাদন সঙ্কটপূর্ণ অবস্থা পার করায় এর পুরো প্রভাব সার্বিক মূল্য চিত্রে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে দেশের বাজারেও গত কয়েকমাস ধরে চিনির বাজার চড়া। এসময়ে আমদানিতে ছিল মন্দা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে চিনি আমদানি হয়েছে দুই লাখ টন, যা গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৪ শতাংশ কম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন