স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনা পার্ক এলাকায় বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২২ ছাত্র ও যুবদলের ২২ নেতা-কর্মীকে আটক করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দু’জন শাহবাগ থানায় এবং বাকিদের রমনা থানায় নিয়েছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে রমনা পার্কের সামনে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা গ-গোল সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন আটক রয়েছে।
এছাড়া রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোজাফ্ফর জানান, আনুমানিক ২০ জনের অধিককে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে তাদের ব্যাপারে পরবর্তী সীদ্বান্ত নেয়া হবে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি সমর্থক নেতাকর্মীরা রমনা পার্ক এলাকায় জড়ো হলে কয়েকজন যুবক তাদের লাঠিপেটা করে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে গতকাল বকশিবাজার বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হননি তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন