শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লায় জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন গড়ার অঙ্গীকার ব্যক্ত করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, আজকে যারা মানুষকে ইসলামের নামে বিভ্রান্ত করছে এবং মানুষ হত্যা করছে তারাই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে। তাদের দেশপ্রেম, মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই। দেশদ্রোহী জঙ্গিরা ইসলাম ধর্মের নামে বিভিন্ন জিহাদী বই ছাত্র-ছাত্রীদের হাতে কৌশলে তুলে দিয়ে তাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটানোর অপকৌশলের আশ্রয় নিয়ে গোপনে কাজ করছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের হোস্টেল ছাত্রীদের সাথে সম্প্রতি জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ এসব কথা বলেন। মতবিনিময় সভায় অধ্যক্ষ আরো বলেন, কলেজ কর্তৃপক্ষের কঠোর নজরদারির কারণে বাইরের কোন মেয়ে বা আগন্তক কলেজ ক্যাম্পাসে এসে কোন ছাত্রীর সাথে আলাপ বা আড্ডার সুযোগ পায় না। তারপরও কোন ছাত্রী বা আগন্তকের আচরণ সন্দেহ হলে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর জন্য আহ্বান জানান। কলেজের নওয়াব হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মো. আজহারুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আজহারুল ইসলাম ভূইয়া, হযরত আয়েশা সিদ্দিকা (রাহ.) ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবদুল মালেক, সহকারি তত্ত্বাবধায়ক মো. জহিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসীন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন