শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের সহস্রাধিক শিক্ষার্থী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নিয়েছে। গতকাল শনিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শহীদ মিনার চত্বরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদের তাদের এ শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করার সময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী রাজিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর সভাপতিত্বে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, দমাদমা পঞ্চয়েত কমিটির সভাপতি কবিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, গ্রাম সরকার ও পঞ্চায়েত কমিটির সদস্য সৈয়দ হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন