শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রশংসায় ধন্য ‘নীরজা’, আয়ে গড়

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গত শুক্রবার বলিউডের ‘নীরজা’, ‘লাভশুদা’, ‘ইশক ফরেভার’ এবং ‘ডাইরেক্ট ইশক’ চলচ্চিত্র চারটি মুক্তি পেয়েছে। শেষ পর্যন্ত এর মধ্যে প্রথম দুটিই কিছুটা দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আর এই দুটির মধ্যেও উল্লেখ করার মত ফিল্ম শুধু প্রথমটি তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় বংশোদ্ভূত প্যান অ্যামের সিনিয়র পার্সার নীরজা ভানোতের আত্মোৎসর্গের কাহিনী নিয়ে নির্মিত ‘নীরজা’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর, তার সঙ্গে আছেন শাবানা আজমি, যোগেন্দ্র টিকু এবং শেখর রবিজানি। সারা ভারতে মাত্র ৭০০ পর্দায়  রাম মাধভানি পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। সমালোচকরা চলচ্চিত্রটির নির্মাণ আর বিষয়বস্তুর ব্যাপক প্রশংসা করছে। দর্শক উপস্থিতিও মন্দ নয়, ৪০ শতাংশ। প্রথম দিনে চলচ্চিত্রটি আয় করেছে ৪.৭ কোটি রুপি। শনিবার আর রবিবার যথাক্রমে আয় ছিল ৭.৬ কোটি রুপি এবং ৭.১ কোটি রুপি। সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ১৯.৪ কোটি রুপি। সোমবারের আয় ৬.৩১ কোটি রুপি।
রোমান্সের গল্প নিয়ে নির্মিত ‘লাভশুদা’য় অভিনয় করেছেন গিরীশ কুমার, নবনীত কওর ধিলন, তিশকা চোপড়া, ফরিদা দাদী, নবনীত কস্তুরিয়া এবং সচিন খেদেকার। বৈভব মিশ্র পরিচালিত চলচ্চিত্রটি ‘নীরজা’ তুলনায়ে বেশি পর্দা পেয়েছে। প্রশংসা পেয়েছে গড় আর দর্শক উপস্থিতি ২০ থেকে ২৫ শতাংশ। শুক্রবার ফিল্মটির আয় ০.৯৫ কোটি রুপি। শনিবারের আয় ০.৮ কোটি রুপি। রবিবারে ০.৭ কোটি রুপি আয় নিয়ে সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ২.৪৫ কোটি রুপি। সোমবারের আয় ০.৩২ কোটি রুপি। ‘ইশক ফরেভার’ এবং ‘ডাইরেক্ট ইশক’ চলচ্চিত্র দুটি আয় একেবারে উল্লেখ করার মত নয়, তার চেয়ে আগে মুক্তি পাওয়া ফিল্মগুলোই বেশি আয় করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন