রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

এসিআই পিওর আটার “মাতৃভাষায় মা” শীর্ষক রচনা প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দেশের ভোগ্যপণ্য বাজারে অন্যতম সেরা ব্র্যান্ড এসিআই পিওর আটা দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে সৃজনশীল লেখা প্রতিযোগিতা “মাতৃভাষা মা”। ২১শে ফেব্রæয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সারাদেশের ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড আয়োজন করেছে এই প্রতিযোগিতার। রোববার ঢাকার তেজগাঁয়ে অবস্থিত এসিআই সেন্টারের কনফারেন্স হলে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। কথা সাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন। মাতৃভাষা আমাদের শিখিয়েছে আপন ভাষার গুরুত্ব দিয়েছে নিজেকে প্রকাশ করার প্রেরণা। সেই ভাষায় হাতেখড়ি হয় পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ট ও আপন “মা” এর কাছ থেকে। মায়ের কাছ থেকে শেখা মাতৃভাষা তাই প্রতিটি সন্তানের জন্যই অতি মধুর। দেশের অন্যতম সেরা ব্র্যান্ড এসিআই পিওর আটা শ্রদ্ধা জানায় সেই মধুর সম্পর্ককে। যেখানে নিদ্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা লিখবে মা’কে নিয়ে তাদের ভাবনা। দেশের ৭টি বিভাগের ৫৬টি স্কুলের ৩য় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা দুটি বিভাগে সরাসরি অংশগ্রহণ করবে এই সৃজনশীল লেখা প্রতিযোগিতায়। এছাড়াও দেশের যে কোন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ওয়েব পেইজ থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ওয়েব পেইজের ঠিকানা : www. matribhashaymaa.com -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন