শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শ্রমিকদের অতিরিক্ত ভার বহন করানো কেন বেআইনি নয়

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শ্রম আইনের বিধান অনুসারে হিমাগারে প্রাপ্তবয়স্ক পুরুষের ৫০ কেজি এবং নারী শ্রমিকের ৩০ কেজি ওজনের বেশি ভার বহন করার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকার সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে আইনের এই বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সচিব, প্রধান কারখানা পরিদর্শক, শ্রম বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুহান খান ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন