শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঝলসে উঠলো মওলানা ভাসানী স্টেডিয়ামে

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হঠাৎই যেন ঝলসে উঠলো মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। একঝাঁক সাবেকের উপস্থিতিতে এখানকার নীল টার্ফে যেন বসলো তাঁরার মেলা। গতকাল বিকালে লন্ডনের বাঙালী ভেট্যার্ন হকি দল ‘বেঙ্গল টাইগার্স ইউকে’র মুখোমুখী হয় জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড়দের সংগঠন ভেট্যার্ন হকি বাংলাদেশ। উদ্দেশ্যে প্রীতি ম্যাচে অংশ নেওয়া। ফলে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয় স্টেডিয়াম। এক সময় স্টিক হাতে যারা মাঠ কাঁপিয়েছেন। যাদের উপর ভর করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে ম্যাচের পর ম্যাচ জিতেছে বাংলাদেশ। তারা এখন সবাই ব্যস্ত। অনেক দিন স্টিক হাতে দৌঁড়ান না আয়াশ, ওস্তাদ ফজলু, ফয়সাল, মাহবুব হারুন, মামুনুর রশিদ, কিসমত, রফিকুল ইসলাম কামালরা। অনেকটাই মুটিয়ে গেছেন সবাই। তারপরও ষ্টিকের মায়া ছাড়তে পারেননি। সুযোগ যখন আসলো তখন একটু খেলে নেওয়াই যাক। এ ইচ্ছাতেই নীল টার্ফ মাতালেন সবাই। প্রীতি ম্যাচে জ্বলে উঠলেন হারুন, কিসমত, কামাল, ফয়সালরা। খেলায় ভেট্যার্ন হকি বাংলাদেশ ২-১ গোলে হারিয়ে দেয় বেঙ্গল টাইগার্স ইউকে। বিজয়ী দলের হয়ে ফয়সাল আহসানউল্লাহ একাই দু’গোল করেন। সফরকারীদের হয়ে এক গোল শোধ দেন আবু সালেক। সাবেকদের খেলা দেখতে কাল স্টেডিয়ামে এসেছিলেন আরও অনেক সাবেক তারকা খেলোয়াড়রা। যাদের মধ্যে উল্লেখযোগ্য, প্রতাপ শংকর হাজরা, খাজা রহমতউল্লাহ, কাজী মইনুজ্জামান পিলা, সাফায়েত হোসেন ডালিম ও অপু। স্টেডিয়ামে থেকে সবাই ম্যাচ উপভোগ শেষে রাতে সফরকারী দলের সঙ্গে ডিনার করে সময়টা ভালোই উপভোগ করেন সাবেকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন