বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পুরনো ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার জানান, পুরনো ঢাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাগর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক ছিনতাই মামলার আসামি এবং ডাকাত দলের সদস্য। গতকাল মঙ্গলবার ভোরে তাঁতীবাজার চিত্রা সিনেমা হলের গলিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিত্রা সিনেমা হলের সামনে টহল দিচ্ছিল পুলিশের একটি টিম। এ সময় হল সংলগ্ন একটি গলিতে ৫/৬ জন যুবককে হেঁটে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে পুলিশের দিকে বোমা ও গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর ঘটনাস্থলে আহত অবস্থায় সাগরকে পড়ে থাকতে দেখা যায়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশেরও তিন সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে ইসলামপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার মামলার আসামি ছিলো সাগর। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি ছিনতাই মামলা রয়েছে। ওসি আবুল হোসেন আরো বলেন, প্রাথমিকভাবে সাগরের গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে। তবে সেখানে সাগরের যাতায়াত নেই। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আস্তানা গড়ে ছিনতাই করাই ছিলো তার পেশা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন