শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাহিন সুমনের নতুন সিনেমা মাতাল

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ব্যবসা সফল চলচ্চিত্র পরিচালক শাহিন সুমন নতুন সিনেমা নির্মাণ করছেন। তার এ সিনেমার নাম মাতাল। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে অভিনয় করবেন নায়ক আসিফ নূর, সুমিত ও অধরা খান। এই তিন শিল্পী একই পরিচালকের পাগলের মতো ভালোবাসি সিনেমায়ও অভিনয় করেছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, তিন নায়ক-নায়িকা, অভিনেতা সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শানু শিবা, জয় রাজ সিনেমাটির প্রযোজক শরীফ চৌধুরী, চিত্রনাট্যকার ফেরদৌস হাসান রানা, নৃত্য পরিচালক মাসুম বাবুলসহ আরো অনেকে। শাহীন সুমন বলেন, সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত সিনেমাটি নির্মিত হবে ত্রিভুজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করছেন ফেরদৌস হাসান। তিনি বলেন, আমি বরাবরই নিয়ম ভাঙা মানুষ। সবার থেকে একটু ব্যতিক্রম ভাবনা ও কাজের চেষ্টা করি। চলচ্চিত্রের মন্দার বাজারেও তাই পরপর দুইবার নতুন নায়ক-নায়িকা নিয়ে বাজি ধরেছি। আসিফ, অধরা ও সুমিতের কাজ আমার পছন্দ হয়েছে। এই তিনজন শিল্পীকেই আমার কাছে সম্ভাবনাময় মনে হয়েছে। আশা করি, শিল্পী সংকটের এ সময় তাদের নিয়ে আরো পরিচালক এগিয়ে আসবেন। তিনি জানান, এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন