শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে কয়েকদিনে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পার্শ্ববর্তী ইরি-বোরো ধান ক্ষেত তলিয়ে যেতে বসেছে। জানা গেছে, গত কয়েকদিনে নদীতে প্রায় ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। অসময়ে পাগলা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় নদীর উভয় তীরে রোপণকৃত ইরি-বোরে ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাগলা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধির ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের এসডিই আবদুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারতের সাথে পতাকা বৈঠকের পর এই সময়ে ফারাক্কা বাঁধের গেট খুলে বাংলাদেশে পানি সরবরাহের কথা রয়েছে। সেই মোতাবেক পানি ছেড়ে দেয়ায় পদ্মা ও পাগলা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পার্শ্ববর্তী জমিতে রোপণকৃত ইরি-বোরো ধান ক্ষেতে কিছুটা ক্ষতি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, ছেড়ে দেয়া পানি প্রবাহ অব্যাহত থাকলে ধান ক্ষেতের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আমিনুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পাগলা নদীর উভয় তীরে প্রায় ১২ হাজার হেক্টর জমি ইরি-বোরো ধান রোপণ করা হয়েছে। তবে পানি প্রবাহ অব্যাহত অথবা বন্ধ হলে গেলেও ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন