শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দ্বিরাষ্ট্রিক সমাধানের বিকল্প নেই : গুতেরেস

ফিলিস্তিন-ইসরাইল সঙ্কট

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে যাওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ বলেছে, এর কোনও বিকল্প নেই। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইসরাইল ও ফিলিস্তিন দুটি আলাদা রাষ্ট্রভিত্তিক কয়েক দশকের ফরমূলা থেকে ট্রাম্প গত বুধবার সরে যাওয়ার আভাস দেয়ার পর জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ হুঁশিয়ারি দিলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য যা কিছু করা সম্ভব তা করার আহŸানও জানান। সঙ্কট সমাধানে এছাড়া আর কোনও বিকল্প পথ নেই বলে উল্লেখ করেন তিনি। এর আগে গত বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রæতি দিলেও বলেন, দুই পক্ষকেই অবশ্যই সমঝোতায় আসতে হবে। বিবিসি, রয়টার্স, ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন