শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বলিউড তারকা সঞ্জয় দত্তের মুক্তিলাভ

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কারামুক্ত হলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ভারতের মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বলিউডের এই মুন্নাভাই। কারাগারের বাইরে এসেই বললেন, ভক্তদের ভালোবাসাতেই মুক্তির স্বাদ নিতে পারছেন। তার মুক্তির পথ সহজ ছিল না বলে জানান তিনি। এখন থেকে সঞ্জয় স্বাধীন, মুক্ত। আর দশজনের মতোই স্বাভাবিক জীবনযাপন করবেন তিনি।
কারাগার থেকে বের হওয়ার সময় পাশে ছিলেন স্ত্রী মান্যতা দত্ত। প্রথমেই মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে যান সঞ্জয়। এরপর মেরিন লাইনে মা নার্গিসের কবরে যান। সেখান থেকে বাড়ি ফিরেন। বলিউডের প্রয়াত দুই তারকা সুনীল দত্ত ও নার্গিসের পুত্র সঞ্জয় ১৯৯৩ সালে মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হন। কারাদ- ভোগ করেন প্রায় পাঁচ বছর। মাঝে অবশ্য তিনি কয়েকবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন। কারাভোগের সময় ভালো ব্যবহার করায় প্রতি মাসে সঞ্জয়ের সাজা থেকে আটদিন করে মোট ২৫৬ দিন কমিয়ে দেয়া হয়েছে। সশ্রম সাজাভোগের কারণে এত দিন তিনি কারাগারে কাগজের ব্যাগ তৈরি করেছেন। কারাগার থেকে বের হওয়ার সময় এ শ্রমের মূল্য হিসাবে ৪৪০ রুপি তুলে দেয়া হয় সঞ্জয়ের হাতে। কারাগারের বন্দিরা তাকে বিদায় সংবর্ধনা জানান। ২০০৭ সালে সঞ্জয় দত্তকে ছয় বছরের সশ্রম কারাদ- দেয়া হয়। পরে সুপ্রিম কোর্টে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে তার কারাদ-ের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়। এনডিটিভি, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন