সম্প্রতি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় আইকিউএসি কনফারেন্স হলে “দি প্রসপেক্ট অব জুট জিওটেক্সটাইলস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এর সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এ জে এম ওমর ফারুক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম এ খালেক এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. এম এম মোস্তাফিজুর রহমান। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন