শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তমদ্দুন মজলিসের মাতৃভাষা পদক পাচ্ছেন শফীউদ্দীন সরদার, এম আর মাহবুব ও ভাষা শহীদ আবদুস সালাম

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক প্রদান করা হবে। এ বছর বাংলা সাহিত্যে শফীউদ্দীন সরদার, ভাষা আন্দোলন গবেষণায় এম আর মাহবুব ও ভাষা আন্দোলনে ভাষা শহীদ আবদুস সালাম (মরণোত্তর) কে মাতৃভাষা পদক প্রদানের জন্য মনোনিত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো তমদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দীন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয় আগামী মঙ্গলবার ১ ফেব্রæয়ারি বিকেল ৩টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তন, ঢাকায়, তমদ্দুন মজলিসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, মাতৃভাষা পদক প্রদান, দেশাত্মবোধক গান, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শফীউদ্দীন সরদার, এম আর মাহবুব ও ভাষা শহীদ আবদুস সালাম (মরণোত্তর) কে মাতৃভাষা পদক প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন