বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় অবরুদ্ধ শহরে বিমান থেকে ত্রাণ

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় প্রথমবারের মত বিমান থেকে ত্রাণ ফেলেছে জাতিসংঘ। ইসলামিক স্টেটের হাতে অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে ২১ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান স্টিফেন ওব্রিয়েন গত বুধবার নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন। দেইর আল-জোর শহরে দুই লাখ মানুষের বসবাস। সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অনাহারের কারণে এসব এলাকার জনগণ অপুষ্টিতে ভুগছে এবং না খেতে পেরে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ৪ লাখ ৮০,০০০ মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এছাড়া দেশটিতে আরো ৪০ লাখ মানুষ রয়েছে, যাদের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো রীতিমত কঠিন। সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনার পর গত সপ্তাহে কয়েকটি জায়গায় সড়কপথে সাহায্য পাঠানো হয়েছে। শতাধিক লরিতে করে অবরুদ্ধ প্রায় ৮০,০০০ লোকের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ। তবে দেইর আল-জোরে কোনোভাবেই ত্রাণ পৌঁছানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত গত বুধবার বিমান থেকে অবরুদ্ধ এলাকাটিতে ত্রাণ ফেলা হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
rafiqul islam ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১৪ এএম says : 0
ভাল খবর
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন