মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আবারও বাড়ানোর পরিকল্পনা করছে। ফেড চেয়ারম্যান জেনেট ইলেন জানিয়েছেন, ফেডের আসন্ন বৈঠকে ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত হবে। গত এক দশকের মধ্যে ফেডারেল রিজার্ভ ব্যাংক দ্বিতীয়বারের মত গত বছরের ডিসেম্বরে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদের হার বাড়িয়েছিল। যুক্তরাষ্ট্রে মুদ্রানীতি ঘোষণার জন্য আগামী ১৪ থেকে ১৫ মার্চ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুদ্রানীতি ঘোষণার আগেই ব্যাংকটির চেয়ারম্যান জেনেট ইলেন ফেডের সুদের হার বাড়ানোর পরিকল্পনাকে সঠিক বলে মনে করছেন। ইতোমধ্যে কংগ্রেসকে এ বিষয়ে জানিয়েছেন ফেডের চেয়ারম্যান। ব্যাংকটি গত এক দশকের মধ্যে গত বছরের ডিসেম্বরে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদের হার বাড়িয়েছিল। তার আগে ফেড ঋণের সুদের হার প্রায় শূণ্যের কাছাকাছি রেখেছিল। ফেড চেয়ারম্যান জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে ফেডকে হয়তো আগামীতে মন্দার ঝুঁকি নিতে হতে পারে। ফেড প্রধানের এমন বক্তেব্যের পর ডলারের দাম বেড়েছে দশমিক শূন্য শতাংশ হারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন