শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের প্রথম নারী মেজর জেনারেল নিগার

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনীতে এই প্রথম মেজর জেনারেল হলেন একজন নারী। তাঁর নাম নিগার জোহার। ২৫ ব্রিগেডিয়ারের সঙ্গে তিনি মেজর জেনারেল হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। দেশটির সাবি জেলার পাঞ্জাবি গ্রামের বাসিন্দা মেজর জেনারেল জোহার। তিনি কর্নেল কাদিরের মেয়ে, যিনি সামরিক গোয়েন্দা সংস্থায় (আইএসআই) চাকরি করতেন। ৩০ বছর আগে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান জোহারের বাবা-মা। সাবি জেলা থেকে এর আগে একাধিক পুরুষ জেনারেল হলেও নিগার জোহারই প্রথম নারী, যিনি সেনাবাহিনীর সর্বোচ্চ পদটি পেলেন। তবে দেশের সেনাবাহিনীর ইতিহাসে তিনি তৃতীয় নারী। সম্প্রতি পাকিস্তানের প্রথম নারী হিসেবে জোহার যুক্ত হন বোমা নিষ্ক্রিয় ইউনিটে। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন